‘এখন যে পরিবেশ চলতাছে অনেক অনেক কাস্টমার, অনেক বেশি মানুষের সাথে কথা বলতে হয়, যদি মাস্ক পড়ি তাহলে আমার কথা বলতে সমস্যা হয়, মানুষও কথা শুনে না। সো এই ক্ষেত্রে মাস্ক খুলতে হবে এবং গরমে আমি অনেক ঘামি, পাশাপাশি মাস্ক পড়লে প্রেসার আপডাউন করে। আমার নিশ্বাসের কষ্ট হয়, আমি মাস্ক পড়মু না, এতে করোনা ধরুক বা না ধরুক এটা মূখ্য বিষয় নয়। আমার কথা হলো আমি ভালো থাকমু মাস্ক পড়া ছাড়া। আমি দেখছি মাস্ক পড়লে আমার সমস্যা হয়। এজন্য আমি মাস্ক মুক্স পড়বো না। করোনা ধরতে থাক। ভাই কথাটা খারাপ বলছি কি? বাস্তব কথা বললাম’- এভাবেই কথাগুলো বলছিলেন শেরপুর শহরের নিউ মার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী সাদ্দাম হোসেন।
তিনি আরও বলেন, ‘এল্লে হুদাই! কিয়ের করোনা। করোনা মরোনা নাই। আমগরে করোনা ধরবেনা। এই বয়সে যদি করোনা ধরে তাহলেতো মুশকিল। করোনা ধরে বয়স্ক মানুষ ও শিশুদের। আমাদের রক্ত গরম, তাই করোনা শরীরে আবার পাবো না। ভাই, আন্নেরা মাস্কের কথা আমারে আর কইয়েন না তো। প্রয়োজনে চা খান, পান খান, তাও মাস্ক পড়ার কথা বলবেন না অনুরোধ।
পাশেই কাপড় ব্যবসায়ী রমজান আলী। তিনি বলেন, ‘আচ্ছা ভাই সরকার যে মাস্ক পড়ার নিয়ম করছে এখন দেহেনতো কয়জনের মুখে মাস্ক আছে? ইদের কেনাকাটায় মানুষ মাস্ক পড়ে না, মাস্ক পড়লে কথা ঠিক মতো বুঝা যায়না। এজন্য মাস্ক পড়া বাদ দিছি। ইদের সময় মাস্ক ছাড়া বেচাকেনা করমু। করোনা ধরলে ইদের পর চিকিৎসা করমু।
সরেজিমন ঘুরে দেখা যায়, ইদকে সামনে রেখে শেরপুরের অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। কিছু কিছু দোকানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থবিধি মানার চেষ্টা করলেও অধিকাংশ দোকান মালিক ও কর্মচারীদের মুখে মাস্ক নেই। আর ক্রেতাদের বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। কারোর থুঁতনিতে, কারোর হাতে, কারোর ব্যাগে মাস্ক রেখে দিয়েছে ক্রেতারা। তাদের সাথে কথা হলে তারা জানান, গরমের জন্য মাস্ক খুলে রেখেছেন। আর মাস্ক পড়লে কথা কম বুঝা যায় বলে দাবি করেন।
ঝিনাইগাতীর বাসিন্দা আব্দুল আওয়াল। তিনি মুখে মাস্ক ছাড়া শেরপুর নিউ মার্কেটে কাপড় কিনতে এসেছেন। এসময় কথা হয় তার সাথে। মাস্কের কথা বলার সাথে সাথেই রেগে গিয়ে বলেন, ‘আরে ভাই মাস্কু মুস্কু দিয়ে কি করমু, এডা দিলে মুখ গুন্ধ করে, আও কম হুনা যায়। কতা কইলে কেউ বুঝে না। এজন্য মাস্ক নাই। পকেটেও নাই। আমি মাস্কই ব্যবহার করি না। আল্লাহ রহমতে কিছুই হবে না আমার। আমি প্রথম থেকেই মাস্ক পড়ি না। এখন পর্যন্ত কিছু হয়নাই আর হবেও না।’
সজবরখিলা এলাকাবার বাসিন্দা লাল মিয়া মিয়া বলেন, ‘সবসময়ই মাস্ক পড়ি কিন্তু এখন মার্কেটে এসেছি মাস্ক ছাড়া। মাস্ক পড়লে দোকানদার কথা বুঝে না। আর রোজা নিয়ে এতো জোরে কথা বলতে পারমু না বিধায় মাস্ক ছাড়াই মার্কেটে এসেছি। আল্লাহ রহমতে কিছু হবে না।’
কলেজ মোড় এলাকা থেকে খরমপুর এসেছেন রত্না বেগম। উদ্দেশ্যে জুতা কেনার। এসময় কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘ভাই দু-একজন ছাড়া করোর মুখে মাস্ক আছে নাকি, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নাই। এজন্য আমিও মাস্ক পড়ি নাই। অবশ্য আমি মাস্ক সবসময় পড়ি। টেবিলের উপর মাস্ক রেখে এসে পড়েছে।’
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, ‘করোনা সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। কেউ যদি মাস্ক ও স্বাস্থ্যবিধি না পালন করে তাহলে শেরপুর ভালো থেকে খারাপের দিকে যাবে। তাই সবাইকে মাস্ক ও সরকারি স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।