আগামিকাল ৫ জানুয়ারি মঙ্গলবার পঞ্চম ধাপে অনুষ্ঠেয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি।
আজ দুপুরে উপজেলা পরিষদ থেকে ব্যালটবাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি গাড়িযোগে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। তবে শুধু ব্যালটপেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইগাতীর সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।