বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। পথে পথে মানবাধিকার লংঘিত হচ্ছে। দেশে আজ গণতন্ত্র বিপন্ন। স্বৈর শাসন কায়েম করে আওয়ামী লীগ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। গুম করে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। বিচার বিভাগ ধ্বংস করে ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। ফখরুল বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসনে রাখা হয়েছে। সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের প্রতি মনোযোগ না দিয়ে দেশের মানুষের মুক্তির সংগ্রাম-লড়াইয়ে রাজ পথে রয়েছেন। তিনি দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন। সম্মেলন শেষে ফোরাতুন নাহার প্যারিসকে সভানেত্রী ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদিকা করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।