দর্শকপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ সিজন নির্মিত হচ্ছে। এবারের সিজনও আসছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে। শিগগির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে। এদিকে নাটকটি তৃতীয় সিজন শেষ হওয়ার প্রাক্কালে নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র কাবিলাকে সাজা দিয়ে জেলে পাঠানো হয়। আর সেখানেই নাটকটির সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর দর্শকদের পক্ষ থেকে অনুরোধ আসে কাবিলাকে মুক্ত করে নতুন করে গল্প সাজানোর, নাটকের ব্যাপ্তি বাড়ানোর। শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান ডিএমএস ও নাটকের পরিচালক কাজল আরেফিন অমির মধ্যে আলোচনা সাপেক্ষে নাটকটির চতুর্থ সিজন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এ নাটকটি প্রসঙ্গে গণমাধ্যমে এর পরিচালক কাজল আরেফিন অমি বলেন, দর্শকদের কাছ থেকে জোরালো অনুরোধ ছিল। আমার কাছেও মনে হয়েছে নাটকটি আরও কিছুদিন কন্টিনিউ করা যায়। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সিজন ফোর বানানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এর শুটিং শুরু হবে। প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্টের তৃতীয় সিজনের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক অভিনয়শিল্পী। এবারের সিজনেও তারাই থাকবেন। জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে নাটকটি নতুন পর্ব প্রচারে আসবে। নতুন সিজনের পর্বগুলোও প্রচার হবে ডিএমএসের নাটক বিষয়ক ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে।