বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর নালিতাবাড়ী উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের নিউমার্কেটে সংগঠনটির জেলা কার্যালয়ে কমিটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাসুফ শেরপুর জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় আলোচনা সভা শেষে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অংকুর আহমেদ রিংকু নতুন এই কমিটি হস্তান্তর করেন। ৬১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে আবিদ আল হোসাইন সৈকতকে সভাপতি ও মো: হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নব নির্বাচিত সভাপতি আবিদ আল হোসেন সৈকত বলেন, আমরা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর কার্যক্রম পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলার মানুষকে মানবাধিকার সম্পর্কে অবহিত করবো এবং কোথাও যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থাকবো। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে মানবাধিকার লঙ্ঘন রোধ করতে মাঠে কাজ করবো।