শেরপুরে অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনসার ভিডিবির উদ্যোগে ত্রাণসামগ্রী ও কলাগাছের ভেলা বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে সদর ও নালিতাবাড়ী উপজেলার অসহায় ব্ন্যার্ত শতাধিক মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল,মুড়ি, চিড়া, গুড়, আলু, বিস্কুট, সাবান, মোমবাতি, দিয়াশলাই ও সাপে কামড়ের রশি ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে আনসার ভিডিবির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, শেরপুর জেলা কমান্ড্যান্ট মো. আকরাম হোসেন, উপজেলা প্রশিক্ষক ইলিয়াস উদ্দিন, জুবায়ের হোসেন, মনিরুল ইসলামসহ আনসার ভিডিবির সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আনসার ভিডিবির মহাপরিচালকের নির্দেশে সারাদেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে জেলা আনসার ভিডিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর ও নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও যারা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের মাঝে ভেলা বিতরণ করা হচ্ছে।