সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, শেরপুর জেলার আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য একটি কালচারাল একাডেমি নির্মাণ করা হবে। এছাড়া বাংলা একাডেমির মাধ্যমে তৃণমুলের কবি-সাহিত্যিকদের নাম নিবন্ধন ও লেখক পরিচিতি তুলে ধরার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এ কথা বলেন।
এদিন জেলা প্রশাসনের আয়োজনে বাংলা একাডেমি ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন করা হয়। এসময় শেরপুর- ২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক, জেলা প্রশাসক সাহেলা আক্তারসহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় কবি-সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী শিল্পকলা একাডেমির সামনে বই প্রদর্শনীর স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে লেখক কর্মশালা ও সাহিত্য নিয়ে প্রবন্ধ পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।