আজ শেরপুরের ঐতিহাসিক কাটাখালী গণহত্যা দিবস। একাত্তরের এদিন, জেলার ঝিনাইগাতীর রাঙামাটি খাটুয়াপাড়া গ্রামে পাকিস্তানি সেনাদের হামলায় শহীদ হন ৯ জন মুক্তিযোদ্ধা।
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসিতে দন্ডিত জামায়াত নেতা কামারজ্জামানের নির্দেশে পাকিস্তানের সেনারা ৬ই জুলাই সকালে রাঙামাটি খাটুয়াপাড়ায় হামলা চালায়। এ সময় সম্মুখ যুদ্ধে শহীদ হন কোম্পানী কমান্ডার নাজমুল আহসান, আলী হোসেন, মোফাজ্জল হোসেনসহ নিরীহ ৯ জন। পরে মুক্তিযোদ্ধারা শেরপুর ঝিনাইগাতী সড়কের কাটাখালী ব্রীজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। স্বাধীনতার ৪৮ বছর পরও দুর্বিসহ স্মৃতি বহন করছে শহীদ পরিবারের স্বজনরা।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কাটাখালীতে নব নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে।