You dont have javascript enabled! Please download Google Chrome!

আগাম ২টি ঈদগা মাঠসহ নকলায় প্রস্তুত ৮৫ ঈদগা মাঠ

নকলায় ঈদ-উল-আযহা নামাজের জামাতের জন্য প্রস্তুত ৮৫টি ঈদগাহ ময়দান।যার মধ্যে রয়েছে ২টি আগাম ঈদ জামাত।

উপজেলা ইসলামী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সৌদিআরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ২১ আগষ্ট মঙ্গলবার সকালে পৌরসভার চরকৈয়া ও চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে ২টি আগাম ঈদ-উল-আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ২২ আগষ্ট বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় আরও অন্তত ৮৩টি ময়দানে পবিত্র ঈদ-উল-আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হবে। কিন্তু বৃষ্টি থাকলে স্থানীয় মসজিদ-মাদরাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উপজেলার আগাম ঈদ জামাত চরকৈয়া ও নারায়নখোলা গ্রামে মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার জামাত গুলো সকাল ৮টা থেকে ৯.৩০ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!