
নারায়ণগঞ্জে একটি সংঘর্ষের ঘটনায় মেয়র সেলিনা হায়াৎ আইভী আহত হয়েছেন। এ ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীতে হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নগর ভবনে সমাবেশ ডেকেছিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। পরে হকার উচ্ছেদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি ডাকেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সেই ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বিকেল পৌনে ৫ টার দিকে আইভী রহমান তিন হাজারেরও বেশি সমর্থকদের নিয়ে মিছিল করে প্রেসক্লাবে দিকে যাচ্ছিলেন। এ সময় শামীম ওসমানের অনুসারী হকাররা তাদের ওপর হামলা করে। হামলার সময় ফাঁকা গুলির শব্দও শোনা গেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষ ইট-পাটকেল ছুঁড়লে অনেকে আহত হন। তবে গুরুতর আহত কেউ নেই। আইভী সামান্য আহত হয়েছেন। এ ছাড়াও এই সংঘর্ষের ঘটনায় কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।