দেশের শীর্ষ টেস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে ছাড়া ভারতে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। একাদশে একজন মাত্র পেসারকে রেখেছে তারা। স্পিনার চার জন। অভিষেক হতে যাচ্ছে টম হার্টলির। তার সঙ্গে অন্য তিন স্পিনার রেহান আহমেদ, জ্যাক লিচ, জো রুট।
আগামীকাল বৃহস্পতিবার হায়দরাবাদে ভারতের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের টেস্ট সিরিজ। এই ম্যাচের জন্য অ্যান্ডারসনকে বাইরে রেখে মার্ক উডকে নিয়েছে তারা।
ওলি পোপ, বেন ফোকস, রেহান ও লিচকে ফেরানো হয়েছে। এই চার জনের কেউই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে ইংল্যান্ডের শেষ টেস্ট দলে ছিলেন না।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জ্যাক লিচ।