শেরপুরের অনলাইন নিউজ পোর্টাল শেরপুর টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর শ্রীবরদী সমাজ সেবা কার্যালয় বৃদ্ধ আবেদ আলীকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করেছে। গত ১৯ জানুয়ারী “আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবে আবেদ আলী” এই শিরোনামে শেরপুর টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক আনারকলি মাহবুব উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে বৃদ্ধ আবেদ আলীকে খোজে বের করে তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃদ্ধ আবেদ আলীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ইউএনও নিলুফা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার সরকার নাসিমা আখতার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।