
শেরপুরে নির্ধারিত স্থানে একাডেমী ভবন নির্মাণ না করে অন্যত্র ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর সরকারী মহিলা কলেজ শিক্ষার্থীরা ।
সোমবার দুপুরে কলেজের সামনে নিউমার্কেট মোড়ের পায়রা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা । এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুর্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের নিউমার্কেট পায়রা চত্বর এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় তারা এক দফা ,এক দাবী জানিয়ে স্লোগান দেয় । জেলা প্রশাসকের হস্তক্ষেপ ‘মানি না, ‘মানবো না, ‘সয়েল টেস্ট যেখানে, ভবন নির্মাণ সেখানে’।
শিক্ষার্থীদের দাবী মতে , কলেজ ক্যাম্পাসের ভিতরে ইতিপূর্বে করা সয়েল টেস্ট এর স্থানে ভবন নির্মাণ না করে জেলা প্রশাসক খাস জমির দাবি করে ওই ভবন নির্মাণে বাধা গ্রস্থ করেছে। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছে।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করার অনুরোধ জানিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।
