রাজধানীর মিরনজিল্লাহসহ বিভিন্ন হরিজন পল্লীর বাসিন্দা, দেশের নানাস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও ভূমি দখলের অবসান এবং অনতিবিলম্বে নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে দাবিতে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার ( ১৩জুলাই) বিকালে শেরপুর শহরস্থ পৌর টাউন হল চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্রী শান্ত রায়ের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক সোহাগ চন্দ্র দে'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য।
এতে জেলা জনউদ্যোগের আহ্বায়ক মোঃ আবুল কালাম, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ সারোয়ার জাহান তপন, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, জেলা যুব ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, পৌর শহর যুব ঐক্য পরিষদের সভাপতি পিপুল সরকার, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি কালা চান পাল, শ্রীবরদী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায়সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য, যুব ঐক্য পরিষদের নারী ও পুরুষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।