শেরপুরের নালিতাবাড়ী শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘তারাগঞ্জ মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মধ্যবাজার মসজিদ গেইট এলাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।   সকালে স্মৃতিচারণ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। যোহরের নামাজের বিরতির পর আলোচনা সভা ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন কর হয়। বিকেল প্রাক্তন শিক্ষকদের আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পাগরি প্রদান এবং সবশেষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।   নালিতাবাড়ী পৌর মেয়র আবুবক্কর সিদ্দিকের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, শিল্পপতি ও দানবীর হাজি মোশারফ হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমীন, মুফতি নুরুল ইসলাম, মাওলানা খোরশিদ আলম কাসেমি, আলহাজ¦ আব্দুর রহমান, অধ্যক্ষ মাহমুদ মোস্তফা, হাফেজ ইসমাইল হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।