শেরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুলসংখ্যক হিন্দু নারী পুরুষ ও শিশু বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্নান করেন। এসময় হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র গঙ্গাজলে স্নান করে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপ মোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।   স্নানোৎসবকালে ব্রহ্মপুত্র নদের প্রায় আধাকিলোমিটার এলাকা হিন্দু পূণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়। স্নানশেষে পূণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদসংলগ্ন জামালপুর শহরের দয়াময়ী কালীমাতার মন্দিরে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় অংশ গ্রহণ করেন। এছাড়া স্নানোৎসব উপলক্ষে ওই মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।