বুধবার , ১৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই জিলহজ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইউএনও ইলিশায় রিছিল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফয়জুর রহমান, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আক্তারুজ্জামান ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।