রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

শেরপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে -

শেরপুরে ‘ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ; ঔপনিবেশিকতার অবসান’ এর শ্লোগানকে সামনে রেখে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (১ জুন) দুপুরে দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ  আয়োজনে শেরপুর সদর উপজেলা পরিষদের নতুন হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। এসময় স্বাগত বক্তব্য রাখেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইমান আলী।

Advertisements

দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক (প্রশাসন) নাহিদা সুলতানা ইলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজ অংশ নেন।