রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম

প্রকাশিত হয়েছে -

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান বিপিএম। তিনি শেরপুর পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ মে) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) আবিদা সুলতানা বিপিএমসহ বিভাগে কর্মরত পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, এ সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।

Advertisements