রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

তামিমের মতোই ভুল করলেন মুশফিক

প্রকাশিত হয়েছে -

দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক বিজয়কে সঙ্গী করেন উড়ন্ত সূচনা করেছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম পাওয়ার প্লে’তেই ৬২ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ। ৪৪ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় ক্যারিয়ারে ৫৫তম ফিফটি তুলে নেন তামিম। কিন্তু এর পরেই ছক্কা হাঁকাতে গিয়ে আট হয়ে ফেরেন তিনি।

এবার তামিমের মতো একই ভুল করলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

Advertisements

তামিমের মতো অনসাইডে ছক্কা হাঁকানোর চেষ্টায় ক্যাচ আউট হলেন তিনিও।

স্পিনার মাধেভেরের ঝুলিয়া দেওয়া বলে স্লগ সুইপ করেন মুশফিক। টাইমিংটাও ভালো ছিল। এরপরও মিডউইকেটে থাকা মুনিয়োঙ্গার হাতে ধরা পড়লেন।

৩১ বলে ২৫ রানে থামে মুশফিকের ইনিংস। আগের ম্যাচে ফিফটি করেছিলেন। মুনিয়োঙ্গার দারুণ ক্যাটে শান্ত-মুশফিকের ৫০ রানের জুটি ভাঙে।

এর আগে ১১তম ওভারের শেষ বলে টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে তালুবন্দি হন তামিম।

চলতি জিম্বাবুয়ে সফরে হারারে স্পর্টস ক্লাব মাঠের আকৃতিটাই এমন যে এক পাশের বাউন্ডারি গড়পড়তা ৬৫ মিটার, অন্যপাশে প্রায় ৯০ মিটার ছুঁইছুঁই। যে কারণে একদিকে বাউন্ডারি হাঁকানো তুলনামূলক সহজ হলেও, অন্যদিকে পার করা বেশ কঠিন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৩ উইকেট হারিয়েছে ১৪৮ রানে।

৫২ বল খেলে ৩৮ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। মুশফিকের আউটের পর ব্যাট হাতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অপরাজিত ১১ রানে।