মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই জিলহজ, ১৪৪৫ হিজরি

‌‌‌‌শেরপুর টাইমস ডটকম এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদকের শুভেচ্ছা…

প্রকাশিত হয়েছে -

পাঠকের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে দারুণ এক আস্থার জায়গা তৈরি করে নিয়েছে শেরপুর টাইমস ডটকম। সংবাদের সত্যতাকে সর্বোচ্চ গুরুত্ব ও প্রাধান্য দেওয়া। চটকদার খবর দিয়ে ক্লিক আদায়কে কখনোই পুঁজি করেনি শেরপুর টাইমস। করেছে পাঠকের আস্থা অর্জন। এ বছর ২৬ মার্চ নবম বছরে পা দিচ্ছে শেরপুর টাইমস ডটকম।

সীমিত জনবল নিয়ে মাত্র আট বছরে শেরপুর টাইমস যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। পথচলার এই আট বছরে আপনাদের আস্থা ও প্রতিফলনে প্রাপ্তির সংখ্যাটাই বেশি। শেরপুর টাইমসের সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ব বোধ সঙ্গে তাদের একান্ত আন্তরিকতা ছাড়া এ অনলাইন পত্রিকাটির পাঠক প্রিয়তা বাড়ানো কোনভাবেই সম্ভব ছিল না। এ জন্যে শেরপুর টাইমস কর্তৃপক্ষ মেধাবী সেইসব সংবাদকর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে।

একইসঙ্গে নবম বছরে যাত্রা শুরুর এই শুভ লগ্নে শেরপুর টাইমসের পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভনুধ্যায়ীদের প্রতি রইলো শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

Advertisements

ধন্যবাদান্তে,
সম্পাদক
এস এ শাহারিয়ার মিল্টন।