বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে সম্মিলিত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে -

শেরপুরের নালিতাবাড়ীতে সম্মিলিত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক গোপাল চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার  (১২ ই মার্চ) শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে সাংবাদিক এম এ হাকাম হীরার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক গোপাল চন্দ্র সরকারকে সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, প্রিয় অতিথি মেয়র আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন্দ্র চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল উপস্থিত ছিলেন।

Advertisements

নালিতাবাড়ী সম্মিলিত সাংবাদিক ফোরামের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মনির, শাহাদাত তালুকদার, মঞ্জুরুল আহসান ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনা করেন। এসয় উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।