শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে জিলকদ, ১৪৪৫ হিজরি

আওয়ার শেরপুরের দ্বিতীয় বর্ষপূর্তি পালন

প্রকাশিত হয়েছে -

জেলা ওয়েবসাইট ’আওয়ার শেরপুর’ এর দ্বিতীয় বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের খরমপুস্থ শেরপুর মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজি জাল মাহমুদ সরকারী কলেজের শিক্ষক ডক্টর আনিছুর রহমান আকন্দ, শিশু সাহিত্যিক ছাড়াকার আশরাফ আলী চারু, কথা সাহিত্যিক জান্নাতুল রিকশনা প্রমূখ।

এসময় জেলা ওয়েবসাইট আওয়ার শেরপুর এর মাধ্যমে জেলায় উৎপাদিত পণ্য গুলো সারাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়ার নানা পরিকল্পনা শেয়ার করে বক্তব্য দেন আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে কবি আজাদ সরকার, সাংবাদিক কাজি মাসুম, সাংবাদিক রবিউর বুলবুল, উদ্যোক্তা মাহমুদুল হাসান মুন্না, উদ্যোক্তা মুক্তার আলীসহ আওয়ার শেরপুর এর শুভাকাঙ্খি, উদ্যোক্তা, সাংবাদিক ও কবিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আওয়ার শেরপুর এর কেক কাটা হয়।

Advertisements

অনুষ্ঠানে দেশি পণ্যের উদ্যোক্তা নুসরাত সিদ্দীকা আওয়ার শেরপুর এর বর্ষপূর্তি উদযাপনে নিজের হাতের তৈরী মনোরম একটি কেক উপহার পাঠান।