সোমবার , ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই জিলহজ, ১৪৪৫ হিজরি

শেরপুর টাইমসে খবর প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেলেন মমেনা বেগম

প্রকাশিত হয়েছে -

শেরপুর টাইমস অনলাইন পত্রিকায় খবর প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ৯৬ বছর বয়সী হতদরিদ্র বৃদ্ধা মমেনা বেগম। গত ১০ জানুয়ারি শেরপুর টাইমস অনলাইন পত্রিকায় ‘৯৬বছরওে মিলেনি বয়স্ক ভাতার র্কাড!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি প্রশাসনসহ অনেকের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর এর নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার তার নামে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেন।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বৃদ্ধা মমেনার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। ৯৬ বছর বয়স্ক মমেনা বেগম এই কার্ড হাতে পেয়ে খুশি হন। মমেনা বেগম উপজেলার তাতিহাটি ইউনিয়নের ভটপুর গ্রামের মৃত মজিবর আলীর স্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর বলেন, পত্রিকায় সংবাদটি দেখে তার জন্যে কার্ডের ব্যবস্থা করা হয়। তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

Advertisements