বৃহস্পতিবার , ১৩ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলহজ, ১৪৪৫ হিজরি

বিশ্ব পানি দিবসে শেরপুরে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে -

“পানির জন্য প্রকৃতি” এই স্লোগানে শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শেরপুরের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, এনডিসি মাসুদ রানা, বাপাউবো শেরপুরের উপবিভাগের শাখা কর্মকর্তা ফরহাদ হোসেন, শাখা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলামের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাপাউবো শেরপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম।

Advertisements

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।