রবিবার , ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

মুক্তিজোটের শেরপুর সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

প্রেস রিলিজ : বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শেরপুর সদর উপজেলার সাংগঠনিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রধান মোঃ শহর আলী-এর আহ্বানে ২৫ই মার্চ ২০১৮ খ্রিস্টাব্দে শেরপুর পৌর নিউমার্কেটে অবস্থিত হোটেল সম্রাটে সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় সদর উপজেলা সমন্বয়কারী মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ শাহিন মিয়া, উপজেলা কাঠামোগত সার্বক্ষণিক মোঃ মমিন আলী, উপজেলা কাঠামোগত সার্বক্ষণিক সোহাগ মিয়া, উপজেলা কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ আয়নাল হক, শেরপুর জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি মোঃ আঃ আলীম, জেলা কাঠামোগত সার্বক্ষণিক প্রতিনিধি মোঃ শাকিল আহাম্মদ শিমুল এবং জেলা কাঠামো পর্ষদ সভ্য মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ই এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দের মধ্যে সদর উপজেলাভুক্ত পাকুড়িয়া, গাজীরখামার, বাজিতখিলা, লছমনপুর ও চরপক্ষীমারী ইউনিয়ন কমিটির সভা সম্পন্ন করা, শেরপুর সদর উপজেলা কমিটির পরবর্তী সভা আগামী ১৩ই এপ্রিল ২০১৮ খ্রিস্টাব্দে করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisements

সভার আহ্বায়ক সদর উপজেলা প্রধান মোঃ শহর আলী উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।