জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ শেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ শামীম ।
তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সোমবার (৩ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গেল ২৫ সেপ্টেম্বর শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই কমিটিতে জেলার সকল প্রতিযোগীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রবিবার বাছাই কমিটি এ ফলাফল ঘোষণা করেন।
নুর মোহাম্মদ শামীম ২০০৭ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্যসহ নানা ধরণের প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
তাছাড়াও বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা, মনোরম ছাদবাগান গড়ে তোলাসহ নানা বিষয়ে ব্যাপক সফলতা অর্জন করেন।
নুর মোহাম্মদ শামীম জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।