শেরপুরে আমরা ক’জন সাহিত্য প্রেমীদের আয়োজনে বসন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারী বুধবার বিকেলে।
‘ফাগুন হাওয়ায় করেছি যে দান’ এ শ্লোগানকে সামনে রেখে অনলাইন বুকশপ প্রিয় পুস্তক ডটকম ও বই নিয়ে সব ফেসবুক গ্রুপের বিশেষ সহযোগিতায় শেরপুর সরকারী কলেজের খোলা মাঠে এ বসন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান রুবেল প্রকৃতজনের সঞ্চালনায় এ আড্ডায় সংক্ষিপ্ত আলোচনা, কবিতা পাঠ, স্বরচিত গান পরিবেশ, নৃত্য এবং বরই ভর্তা ও পিঠা খাওয়া এবং জম্পেশ আড্ডার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া,জেলার প্রবীন কবি তালাত মাহমুদ,আব্দুল আলিম তালুকদার,হাদিউল ইসলাম, রোজীনা তাসমীন, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মন্ডল, ছড়াকার মোস্তাফিজুল হক, আশরাফ আলী চারু, জান্নাতুল রিকসনা, জ্যোতি পোদ্দার, রফিক মজিদ, জাহাঙ্গীর আলম, প্রিয় পুস্তক ডটকমের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক প্রভাষক মহিউদ্দিন সোহেল, হাসান নাশিদ, রবিউল ইসলাম টুকু, আজাদ সরকার, ব্রিজেট বেবী, সালমা শৈলীসহ বিভিন্ন উপজেলার নবীন-প্রবীণ কবি-সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।