শেরপুরে শ্যালিকার সাথে পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মফিজ উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর মরাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে সোহরাব আলীর ছেলে মফিজকে আটক করে পুলিশ। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে মফিজের সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের সিরাজুলে মেয়ে নাছিমার পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের ঘরে আসে দুটি সন্তান। এর কিছুদিন পর মফিজ উদ্দিন তার শ্যালিকার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনা জানার পর স্ত্রী তার স্বামীকে পরকীয়া থেকে সরে আসতে অনুরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ শুরু হয়। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে বেধরক করে এবং শ্বাসরোধে হত্যা করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।