সারা দেশে করোনা ভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। করোনাভাইরাসের প্রভাবে সবকিছু প্রায় বন্ধ। সরকারের নির্দেশে ঘরে অবস্থান করছে নিম্নআয়ের মানুষেরা। কর্মহীনদের খাদ্য সংকট নিরসনে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। করোনা প্রতিরোধে তথ্য সেবা ও জরুরী সেবা দিতে শেরপুর জেলা প্রশাসন চালু করেছে কন্ট্রোল রুম। যে কেউ করোনা বিষয়ে যেকোন তথ্য ও নিজের যেকোন প্রয়োজনের কথা জানাচ্ছেন কন্ট্রোল রুমে ফোন করে। দ্রুত সময়ের মধ্যেই মিলছে সেবা।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার নিয়ে শ্রমিকদের বাড়ীতে গিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। এসময় কন্ট্রোল রুমের ফোন ও জেলা প্রশাসনের ফেসবুক পেজের মেসেজের তথ্য মতে শতাধিক শ্রমিক, কর্মহীন ও নিম্নআয়ের মানুষের কাছে খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে শেরপুর সদর উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের তালিকা মোতাবেক শ্রমিকদের বাড়ী বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন বলেন, “শেরপুর পৌর শহরের কয়েকজন কর্মহীন পরিবার থেকে আজ বিকেলে আমাদের কন্ট্রোল রুমে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়েছেন। পরে মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সন্ধ্যায় ওই পরিবারসমুহসহ শতাধিক নিম্নআয়ের মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে আমরা প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সহায়তা পৌঁছে দিয়েছি।”
এসময় তিনি আরো বলেন, “জনসেবায় জেলা প্রশাসন। করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে আছে। আমাদের এই সময় আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারো কোন জরুরী প্রয়োজনের সহায়তায় আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা পরিচয় গোপন রেখে আপনার ঘরে সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর।”