উন্নত আগামীর জন্যে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে । সদর উপজেলা প্রশাসনের অায়োজনে উপজেলা পরিষদ হল রুমে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলার উদ্ভোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
এছাড়াও অন্যানের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ হাদিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
১৭ এবং ১৮ মে দুইদিন ব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শেরপুর সদর উপজেলার স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন আবিষ্কার মেলার স্টলে উপস্থাপন করেন। মেলায় স্টলের পাশাপাশি কুইজ, উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। আগামী ১৮ তারিখ মেলায় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে সভাপতি প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্ন করেন।