আট মাস পরে মাঠে ফিরেই জয় পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে কথা বলপ্তে এসে তাঁর মুখের হাসিটা চওড়াই দেখাল। তিনি জানালেন দলীয় প্রচেষ্টাতেই খারাপ সময় কাটিয়ে ঠিক রাস্তায় ফিরতে পেরেছে বাংলাদেশ। মাশরাফি বলেন, ব্যক্তিগতভাবে, এই ফর্ম্যাটে আমাদের জন্য এটি গত ৪-৪ ম্যাচ ভাল যাচ্ছে না। আমরা এই খেলাগুলিতে প্রথম স্থান অর্জন করতে পারি নি, তবে আজ আমরা এর জন্য প্রস্তুত ছিলাম। লিটন এত ভাল ব্যাটিং করেছিলেন, এবং এটি গুরুত্বপূর্ণ যে অন্যরা তার চারপাশে ব্যাট করেছেন। মাহমদুল্লাহ ভাল ব্যাটিং করেছেন। আপনি যদি আমাদের দিকে তাকান, সাইফউদ্দিন সবেমাত্র ইনজুরি থেকে ফিরে এসেছিলেন এবং আমি শেষ পর্যন্ত আট মাস আগে ওয়ানডে খেলেছি, তাতে কিছু যায় আসে না। আপনি যদি ৩২২ এর টার্গেট পোস্ট করেন, আপনাকে বলটি সঠিক জায়গায় রাখতে হবে, এবং এটিই আমরা কিছু করেছি তিনটি বিভাগেই আমরা ভাল ছিলাম।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।