শেরেপুরের নকলা উপজেলায় স্টুডেন্টস কেবিনেটদের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলঅর পৌরসভাধীন কায়দা বেগুনপট্টি এলাকার আষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী।
জানা গেছে, কায়দা বালিকা দাখিল মাদরাসার স্টুডেন্টস কেবিনেট সদস্যরা সোমবার রাতে গোপন সংবাদে জানতে পারেন যে, তাদের মাদরাসায় পড়–য়া অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিবাহের আয়োজন করা হয়েছে। সংবাদ পেয়ে মাদরাসার সুপার ও কয়েকজন শিক্ষকদের নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যান। পরে বর ও মেয়ে পক্ষের অভিভাবকদের ডেকে স্থানীয়দের উপস্থিতিতে তাদেরকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝালে উভয় পক্ষের লোকজন পরিবারিক ভাবে ওই বিয়ে বন্ধ করে দেন।