শেরপুরের নকলা উপজেলার দ্বিতীয় প্রাচীনতম গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম ডা. শরাফত উদ্দিন আহমেদের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর জীবনাদর্শ ও ঐতিহ্য স্মৃতিচারণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানসহ ঘোষিত কর্মসূচীগুলো সুষ্ঠুভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এমপি সাবেক সফল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৭ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের অংশ গ্রহনের জন্য এরিমধ্যে বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা সংশ্লিষ্টদের কাছে চিঠি মুলে দাওয়ত পৌঁছানো হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে উপকমিটি। অনুষ্ঠান সুচারু ভাবে সম্পন্ন করতে বেশ কয়েকবার আলোচনা ও মত বিনিময় সভা করেছে সংশ্লিষ্ট কমিটি ও উপকমিটির সদস্যবৃন্দরা।
ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি নকলা উপজেলা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ঢকা-শেরপুর মহাসড়কের পাশে গনপদ্দী এলাকায় অবস্থিত। গনপদ্দী বাজারের পূর্বপাশে এই বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ে ছোট-বড় কয়েকটি ভবন, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল কমনরুম, আছে নামাজরে স্থান, শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের জন্য রয়েছে সুসজ্জিত কক্ষ, শিক্ষার্থীদের খেলার সুবিধার্থে আছে বিশাল খেলার মাঠ।