বুধবার রাতে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠল জুভেন্টাস। যেখানে তাদের প্রতিপক্ষ সিরি আর আরেক জায়ান্ট ইন্টার মিলান। এর আগে ইতালিয়ান কাপের ফাইনালে ১৯৬৫ সালে মুখোমুখি হয় এই দুই দল। ওই ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস।
আগামী ১১ মে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ৫৭ বছর পর আবার ইন্টার মিলানের বিপক্ষে খেলবে তুরিনের বুড়িরা।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জুড়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল ফিওরেন্তিনার, কিন্তু কাজের কাজটি সারতে পারেনি তারা। উল্টো ২ গোল খেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। দুই লেগ মিলিয়ে তিন গোলে এগিয়ে থেকে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথমার্ধে ভালো লড়াই উপহার দেয় ফিওরেন্তিনা । কিন্তু প্রথম গোল পায় জুভেন্টাস। ঘরের মাঠে ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নাদেশাই। দারুণ ভলিতে গোল করেন তিনি।
বিরতির পর জুভেন্টাসের ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ান রাবিওত। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বাতিল করে দেয় সে গোল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বর্তমান ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে শেষ গোলটি করেন দানিলো।
পুরো ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রাখে সফরকারীরা। আর গোলের জন্য নেওয়া ১৭টি শটের ৫টি লক্ষ্যে রাখে ফিওরেন্তিনা। বিপরীতে ৮ শটের ৩টি লক্ষ্যে রেখেই দুটি গোল আদায় করে নেয় জুভেন্টাস।
এর আগের দিন (১৯ এপ্রিল) এসি মিলানকে শেষ চারের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার।