শেরপুরে ৪ লাখ টাকার হেরোইনসহ মো. নাজমুল তালুকদার (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর পৌর শহরের কসবা কাচারীপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন । তিনি ওই এলাকার মো. আজাদ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাজমুল হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছেন-এমন গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা কসবা কাচারীপাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সদর থানায় গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।