শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) উন্নয়ন সহায়তা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র- নৃগোষ্ঠীর ৪০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়াম চত্তরে এসব সাইকেল বিতরণ করা হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, পৌরমেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ও ট্রাইবাল চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক প্রমুখ। পরে ৪০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে একটি বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।