২১ আগস্ট গ্রেনেট হামলা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে ধারণা করছেন শেরপুরের সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি আজ সকালে শেরপুর টাউন হলে বাংলাদেশ আওয়ামীলীগ, শেরপুর পৌর শাখার আয়োজনে এই প্রতিবাদী স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে মোবাইল এর মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রেখে এসব কথা বলেন।
তিনি বলেন প্রায় দেড় দশক আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মূলত আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিএনপি-জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এ ছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর পৌর শাখার সভাপতি, এ্যাডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল বিজ্ঞ পিপি।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক এড সুব্রত কুমার দে ভানু, সাংগঠণিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া , আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান নতুন,শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সহ- প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য অধ্যক্ষ মোঃ শহিদুল ইস লাম মুকুল, শেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাদেরকে হত্যা করা হয়েছে,করোনা ভাইরাসে যারা মৃত্যূ বরণ করেছেন এবং ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমানের আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।