২১ আগষ্টের গ্রেনেড হামলার রায়ে শেরপুরের ঝিনাইগাতীতে আনন্দ মিছিল করা হয়েছে। আজ বুধবার উপজেলা যুবলীগের আয়োজনে অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ শেষে পুনারায় ওইখানে এসে শেষ হয়।
এতে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা রুপালীসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।