গতকাল দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বধের নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নওয়াজ। শুরুটা করেছিলেন বল হাতে। সুরিয়াকুমার ইয়াদভের গুরুত্বপূর্ণ উইকেট তো নিয়েছেনই সেই সঙ্গে মাঝের ওভারগুলিতে ভারতের রানের গতি কমাতে রেখেছেন ভূমিকা। এর পর ব্যাট হাতে মাত্র ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচে গড়ে দিয়েছেন পাকিস্তানের জয়ের ভিত।
এমন অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে নওয়াজের হাতে। নিজের বোলিং নিয়ে তিনি বলেন, ‘একজন বাঁহাতি স্পিনারের জন্য গুরুত্বপূর্ণ হলো লাইন ও লেন্থ। তাই আমি এটাতেই ফোকাস করি। প্রথমে আমি কয়েকটা বল ঘুরানোর চেষ্টা করি, তাতে ব্যাটসম্যানের মনে সন্দেহ জাগে যে বলটা ঘুরছে। এরপর আমি লাইন লেন্থের ওপর ফোকাস করি।’
কাল ব্যাটিং অর্ডারে উপরে উঠিয়ে আনা হয় নওয়াজকে। এনিয়ে পাকিস্তানের ম্যাচ জয়ের নায়ক বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে আসি, তখন লেগ-স্পিনাররা বোলিং করছিল। ওভার প্রতি ১০ রান দরকার ছিল। আমি জানতাম, আমাকে আক্রমণাত্মক হতে হবে। আমার ধারণা স্পষ্ট ছিল, আমার জোনের প্রতিটি বলই মারতে হবে।’
তবে ২১০ স্ট্রাইক রেটে ব্যাট করলেও আন্দাজে ব্যাট চালাননি বলে দাবি নওয়াজের, ‘অনেক সময়ে হাই প্রেশারের খেলায় বেসিক থেকে দূরে সরে গিয়ে আপনি বল মারতে যান। তবে আমার ভাবনা ছিল বল যে দিকে যাবে সে দিকেই মারতে হবে।’