২০২৩ সালে ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টেস্ট এবং ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ রান এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক রান তার। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দুই ইনিংসেই করছেন সেঞ্চুরি। অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ডে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল শান্ত। আর তিন ফরম্যাটে সর্বাধিক ৫২ উইকেট শিকার করেছেন টাইগারদের নতুন বোলিং সেনসেশান শরিফুল ইসলাম।
২০২৩ সালে একটি সফল বছর পার করেছেন টাইগারদের নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের হতাশা বাদ দিলে, তিন ফরম্যাটেই টাইগারদের বছরের সেরা পারফরমার শান্ত। ওয়ানডে এবং টেস্ট সর্বোচ্চ রান এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান শান্তর। ৪ টেস্ট খেলে ৫৫ গড়ে তিন সেঞ্চুরিতে করেছেন ৪৪০ রান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি; দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে ছুয়েছেন মুমিনুল হকের রেকর্ড।
ওয়ানডেতে মাত্র ৮ রানের জন্য ক্যালেন্ডার ইয়ারে হাজার রানের মাইলফলক ছুতে পারেননি শান্ত। ২৭ ম্যাচে ২ সেঞ্চুরি এবং ৮ হাফ সেঞ্চুরিতে ৯৯২ রান তার নামের পাশে। বিশ্বকাপ বাদে, আর সব সিরিজেই তার ব্যাট আলো ছড়িয়েছে।
টেস্টের মত ওয়ানডেও দ্বিতীয় সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ৪ টেস্টে ৩৫৫ রান, আর ওয়ানডেতে ২৬ ম্যাচে করেছেন ৮৪৬ রান। শান্ত ও মুশফিকের পর ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। ২২ ওয়ানডেতে সাকিব করেছেন ৭৩৫ রান।
টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে ৩২৪ রান, টাইগার ক্রিকেটে গত বছর সবার উপরে লিটন দাস। ১০ ম্যাচে ২১৮ রান নিয়ে শান্ত দ্বিতীয় এবং ৯ ম্যাচে রনি তালুকদার করেছেন তৃতীয় সর্বোচ্চ ২০৩ রান।
বোলিংয়ে সবার উপরে শরিফুল ইসলাম। ৪ টেস্ট খেলে তৃতীয় সর্বোচ্চ ১২ উইকেট, ১৯ ওয়ানডেতে দেশের হয়ে সর্বধিক ৩২ উইকেট এবং টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বাধিক ৮ শিকার তার। মোট ৫২ উইকেট নিয়ে টাইগার বোলারদের মধ্যে বছরের সেরা শরিফুল।
তিন ফরম্যাটে ৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার তাসকিন আহমেদ। একটি টেস্ট খেলে নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে শরিফুলের পরই ১৮ ম্যাচ ২৬ উইকেট নিয়ে তাসকিন দ্বিতীয় সেরা বোলার। তবে টি-টোয়েন্টিতে সবোর্চ্চ ১৬ উইকেট তাসকিনের দখলে।
টি-টোয়েন্টিতে তাসকিনের পর দ্বিতীয় সর্বাধিক ১২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ২০ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়ে সফল সাকিব।
টেস্টে দেশের হয়ে সবচেয়ে সফল বোলার স্পিনার তাইজুল ইসলাম। চার টেস্টে তার উইকেট ২৬ টি। মেহেদী মিরাজ ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় এবং শরীফুল ৮ উইকেট নিয়ে টেস্ট বোলিংয়ে আছেন তৃতীয় স্থানে।
অলরাউন্ডার তালিকায় তিন ফরম্যাটে ৯৬১ রান এবং ৪১ উইকেট নিয়ে টাইগারদের হয়ে সবার উপরে সাকিব এবং ৭৬৬ রান ও ৪৫১ উইকেট নিয়ে মিরাজ আছেন দ্বিতীয় স্থানে।