আসন্ন পবিত্র ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে ১৬ দিনের ছুটি পাচ্ছেন শেরপুর সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজের শিক্ষার্থীরা। আজ ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু করে ১৬ দিনের ছুটি পাচ্ছেন তারা । তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী চলমান ডেঙ্গু প্রতিরোধে ঈদের দিন ও পরের দিন ব্যতিত বন্ধের অন্যান্য দিন নিয়মিত অফিস খোলা।
শেরপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুর রশিদ জানান, আজ বৃহস্পতিবার থেকে ক্লাস বন্ধ হবে। ডেঙ্গু প্রতিরোধে বন্ধের সময় অফিস খোলা থাকবে।
আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি রয়েছে। আর আগামী ২২ আগস্ট কলেজের কার্যক্রম অব্যাহত থাকবে তবে ২৪ তারিখ হতে নিয়মিত ক্লাস-পরিক্ষা হবে।