চুরি হওয়ার ১৫ দিন পর ঢাকার ধামরাই থেকে উদ্ধার হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকারের মোটরসাইকেল।
বুধবার রাত সোয়া ৭টার দিকে ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিষাশী বাজারের মোহাম্মদিয়া গার্ডেন রোডে চটপটিপল্লীতে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনতা।
বিষয়টি তাদের সন্দেহ হলে তারা মোটরসাইকেলটি উদ্ধার করে সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ মাসুদ খান লাল্টুর কাছে জমা রাখেন।
এর পর সাংবাদিক সাজাহান সরকারকে তারা ফোন করে বিষয়টি অবহিত করেন। তিনি সাটুরিয়া থানার এসআই মোহাম্মদ সালেক-উজ-জামানকে সঙ্গে করে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়ন পরিষদে যান। চেয়ারম্যান মোটরসাইকেলটির কাগজপত্র দেখে তাদের কাছে হস্তান্তর করেন।
সাজাহান সরকার বলেন, ১৭ অক্টোবর বেলা ১১টার দিকে পেশাগত কাজে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। মোটরসাইকেল রেখে প্রশাসনিক কর্মকর্তার কাছে তথ্য নিয়ে এসে দেখি আমার পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নেই। এর পর সাটুরিয়া থানায় একটি অভিযোগ করি।
এ বিষয়ে সাটুরিয়া থানার এসআই মোহাম্মদ সালেক-উজ-জামান বলেন, অনেক চেষ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার হওয়ায় ভালো লাগছে। তবে চোরদের ছাড় দেওয়া হবে না।