শেরপুরের ঝিনাইগাতীতে প্রত্যাশিত পরিবর্তনে সেবামূলক সংগঠন প্রশাখা’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইগাতী জিরোপয়েন্ট প্রশাখা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় নতুন সভাপতি হিসেবে হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে শামিম মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে।
শাহরিয়ার কাজলের সঞ্চালনায় ও বিদায়ী সভাপতি শরিফ আহসান শিমুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন শালচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুনুর রশিদ। এসময় প্রশাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল, বিদায়ী সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম বাঁধন, স্থায়ী কমিটির সদস্য শংকর, সদস্য খোরশেদ আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রশাখার নীতি নির্ধারণী পর্ষদের রুকোনুজ্জামান খান রুকন, হাফিজুর রহমান রাজু, হাফিজুর রহমান, আহসান উল্ল্যাহ রিয়ন, শাখাওয়াত হোসেন সোহেল পাঠান, সদস্য মাইন ইসলাম লাভলু, মাহদি ইসলাম রাসেল, হানিফ উদ্দিন লিটন, নূর আলমসহ নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় স্থায়ী কমিটির সদস্যরা প্রশাখার সকল কার্যক্রমকে গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহ, নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রম আয়োজন, প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা, লাইব্রেরী ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের ব্যপারে নতুন কার্যনির্বাহী কমিটি ও নতুন সদস্যদের প্রতি আহবান জানান। এদিকে আলোচনাসভা ও কেক কাটার আগে ঝিনাইগাতী পাঞ্জেরী মডেল পাবলিক স্কুলে প্রীতিভোজের আয়োজন করা হয়।