সারাদেশে ১৩ জেলার পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়।
রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে পুলিশ সদর দপ্তরে, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডিতে, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে ঢাকা মহানগরে, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে ঢাকার সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ানকে ঢাকার সিআইডিতে, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঢাকার স্পেশাল প্রোটেকশন
ব্যাটালিয়ন-১ এ, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লা জেলায়, বরগুনা জেলার পুলিশ সুপার মারুফ হোসেনকে বরিশাল জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
কক্সবাজার জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট মো. তারিকুল ইসলামকে কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিয়াহ তাহলীলকে পুলিশ সদর দপ্তরে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬ এর অধিনায়ক মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। নৌপুলিশের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরিফকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রাম জেলায়, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মীর মোদ্দাচ্ছের হোসেনকে রাঙামাটি জেলায়, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলায়, স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজার জেলায়, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকা।
ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলা আর খুলনা মহানগর পুলিশের উপকমিশনার এমএম শাকিলুজ্জামানকে রাজবাড়ী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।