১২৫ সিসির নতুন মডেলের মোটরসাইকেল আনছে বাজাজ। মূলত কমিউটার সেগমেন্টেই লঞ্চ হতে চলেছে এই বাইক।
বাইকটি বাজারে আসলে টিভিএস রেইডার ১২৫, হোন্ডা এসপি ১২৫ এবং হিরো গ্লামার ১২৫ সিসির মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে।
নতুন এই বাইকটির নাম বাজাজ সিটি ১২৫ এক্স রাখা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লঞ্চ হতে চলা এই বাইটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন শোরুমেও পৌঁছাতে শুরু করেছে বলেই খবর। কমিউটার সেগমেন্টের এই বাইকটিকে উন্নত লুকসের পাশাপাশি রয়েছে দুর্দান্ত মাইলেজ। এছাড়াও রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার।
লুক ও ফিচারের কথা বলতে গেলে নতুন বাজাজ ১২৫ মডেলে রয়েছে ভি আকৃতির এলইডি ডিআরএল, মেটার গার্ড, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশনসহ টুইন শক অ্যাবজর্ভার, রাবার ট্যাঙ্কসহ গোলাকার হেডলাইট কাউল।
তবে, এলইডি নয়, এই বাইকটিতে থাকছে হ্যালোজেন হেডল্যাম্প। এর পাশাপাশি রাইডারদের সুবিধের কথা মাথায় রেখে বাইকটিতে একটি চার্জিং সকেটও প্রদান করা হয়েছে। তবে, এর বাকি ফিচার সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বাইকটি প্রকাশ্যে আসার পরই এই বিষয়ে আরও বিশদে জানা যাবে ।
উন্নত ফিচারের পাশাপাশি বাজাজ সিটি ১২৫ এক্স মডেলে থাকছে ১২৫ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১১.৬ বিএইচপি শক্তি এবং ১১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই বাইকটিতে থাকছে একটি পাঁচ স্পিডের গিয়ার বক্স।
ভারতে এই মডেলটি বিক্রি হবে ৭০ হাজার রুপিতে। বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।