‘আমারতো ১২০ বছর, আমারতো এহনো (এখন) বয়স হয় নাই’ তাইতো এহনো (এখনো) কার্ড পাই নাই’ এভাবেই কথাগুলো বলছিলেন হাজেরা বিবি। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর মৃত লেচু মিয়ার স্ত্রী তিনি। ১ ছেলে থাকলেও নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ফলে মায়ের খোঁজ খবর নেয় না। নেই কোনো ঘর-বাড়ি। বয়সের ভারে নুইয়ে পড়েছে হাজেরা বিবি। কথা বলতে শরীর কাঁপে। ঠিকমত কথাও বলতে পারে না। এরপরও ভিাবৃত্তি করে চলে তার পেট।
হাজেরা বিবির বয়সের কথা জানতে চাওয়া হলে তিনি ঠিক মত বলতে পারেন না। তবে তিনি আকার ইঙ্গিতে বলেন ব্রিটিশ শাসনামলের কথা। ভোটারও হননি তিনি। তিনি বলেন, ‘একটি বয়স্ক ভাতার কার্ড ও সরকারি একটি ঘর পেতে চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের কাছে বহুবার গিয়েছি’। কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরো বলেন, ‘টাকা ছাড়া কোনো কার্ড দেয় না চেয়ারম্যানরা’।
নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, দ্রুত সময়ের মধ্যেই সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলে হাজেরা বিবি বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে।