শেরপুর জেলা সদরের বাজিতখিলায় সোহাগ পোল্ট্রি ফার্মে গত দশ দিনে মারা গেছে পঁচিশ শতাধিক মুরগী। এ নিয়ে দুশ্চিন্তা ও বিপাকে পড়েছেন খামারী।
জানা যায়,পালনের জন্য গত ৪০ দিন আগে ব্রাউন কক ৩০০০ মুরগী তুলেন ব্যাবসায়ী সোরওয়ার্দী তালুকদায়। কয়েকদিন আগে থেকেই মারা যেতে থাকে মুরগীগুলো।
এরপর শেরপুর সদর উপজেলা প্রানীসম্পদ ভেটেরিনারি সার্জন ফজলুল হক সহ উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা: পলাশ কান্তি দত্তর দেওয়া পরামর্শে ওষধ দেওয়া হয় এবং তারপর শীবরর্দী উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক এবং বকশিগঞ্জ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পালের পরামর্শে ঔষদ ব্যাবহার করা হয় কিন্ত বন্ধ হচ্ছেনা মারা যাওয়া।
বিগত ১০ দিনে গাম্ভুরু ও রানীক্ষেতে মারা গেছে ২৫০০ এর অধিক মুরগী। এতে প্রায় ২-৩ লাখ টাকা ক্ষতির সন্মুখীন হয়েছে ব্যাবসায়ী।
উপজেলা প্রানিসম্পদ অফিসার পলাশ কান্তি রায় বলেন, এসব মুরগী আমি দেখেছি। এই মুরগীর গাম্ভুরু সহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিল। আমি মেডিসিন দিয়েছি। যেসব আক্রান্ত হয়েছে সেসব মারা যাচ্ছে।
এ ব্যাপারে ব্যাবসায়ী সোরওয়ার্দী তালুকদার বলেন,এসব মুরগী সব বড় হয়ে মারা গেছে। এতে প্রায় ২-৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। এভাবে মারা যেতে থাকলে অবস্থা খুব খারাপ হবে।