মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। ব্যবহারকারীরা বার্তা বা কোনো ফাইল আদান প্রদান করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যাটি শুধু বাংলাদেশ নয়, ভারত-পাকিস্তনসহ বেশ কয়েকটি দেশেই দেখা দিয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক দুপুর ১ টা থেকে হাজার হাজার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বার্তা বা কোনো ফাইল আদান-প্রদান করতে গিয়ে সমস্যায় পড়েছেন। হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন জনিত সমস্যার কারণে এমনটা ঘটছে।
হোয়াটনঅ্যাপ ডাউনের বিষয়টি নিশ্চিত করেছে ডাউনডিটেক্টর নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা এবং লখনৌয়ের মতো বড় শহরগুলিতে এই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু আোদের আশঙ্কা এই বিভ্রাট সর্বত্র ব্যবহারকারীদের প্রভাবিত করছে৷
হোয়াটসঅ্যাপ ওয়েবেও এই বিভ্রাট দেখা দিয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ বা মেটা থেকে সরাসরি কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তাই ঘটনার পেছনের কারণ এখনো জানা যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। টুইটারে অন্তত ৪০ হাজার ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছে।