রূপকথার গল্পের মতো প্রত্যাবর্তন করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। দলটিকে ফাইনালে নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে আশা পূরণ হয়েছে লিভারপুল তারকা মোহামেদ সালাহর।
২০১৮ সালে ফাইনাল থেকে এই রিয়ারের বিপক্ষেই পরাজিত হয়েছিল অল রেডসরা। এবার তাই প্রতিশোধ নিতে মরিয়া সালাহরা।
২০১৭-১৮ মৌসুমে সালাহর অসাধারণ পারফরম্যান্সে ফাইনালে উঠেছিল তার দল। কিন্তু শিরোপা লড়াইয়ের শেষদিকে এসে সার্জিও রামোসের চ্যালেঞ্জে তিনি কাঁধে চোট পান। একটু পরেই মাঠ থেকে বিদায় নিতে হয় তাকে। সে ম্যাচে লিভারপুল হেরে যায় ৩-১ ব্যবধানে। শিরোপা জিতে নেয় রিয়াল।
রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে আগেই চেয়ে বসেন সালাহ। তিনি বলেন ‘আমি (রিয়াল) মাদ্রিদের সঙ্গে খেলতে চাই। (ম্যানচেস্টার) সিটি খুবই শক্ত দল, এই মৌসুমে ওদের বিপক্ষে কয়েকবার খেলেছি আমরা। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি মাদ্রিদকেই বেছে নেব (ফাইনালের প্রতিপক্ষ হিসেবে)। ’
২০১৮ সালে শিরোপা হাতছাড়ার সেই কষ্ট ভুলে এবার ঘুরে দাঁড়াতে চান সালাহ। জিততে চান শিরোপা, ‘ওদের বিপক্ষে আমরা ফাইনাল হেরেছিলাম। এবার তাই ওদের বিপক্ষে খেলতে চাই। আশা করি, সেটি হলে ওদের হারিয়ে শিরোপা জিতব। ’
এদিকে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহ মনে করিয়ে দেন হিসাব চুকানোর কথা। তিনি বলেন, ‘কিছু হিসাব চুকানোর বাকি আছে আমাদের। ’
আগামী ২৮ মে প্যারিসে হয়তো সালাহরা হিসাব চুকাবে, নয়তো ১৪ বারের মতো প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হবে রাজকীয় রিয়াল মাদ্রিদ।